০৮ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১৮, ৭ নভেম্বর ২০২৫

মুফতি ইসমাঈল সিরাজীর ‘পরিবর্তন যাত্রা ও শোডাউন’

মুফতি ইসমাঈল সিরাজীর ‘পরিবর্তন যাত্রা ও শোডাউন’

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী-এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বিশাল “পরিবর্তন যাত্রা” ও শোডাউন।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকা থেকে যাত্রা শুরু হয়। দুই শতাধিক মোটরসাইকেল ও অর্ধশতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে এ পরিবর্তন যাত্রা নতুন কোর্ট থেকে সাইনবোর্ড, চাষাঢ়া হয়ে পঞ্চবটি পর্যন্ত অগ্রসর হয়ে পাগলা বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

শোডাউনে বিভিন্ন এলাকার নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। হাতে দলীয় প্রতীক হাতপাখা ও পতাকা নিয়ে স্লোগানে মুখর করে তোলেন পুরো যাত্রাপথ।

সমাপনী বক্তব্যে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “পরিবর্তনের লক্ষ্যে আমাদের আজকের পরিবর্তন যাত্রা। স্বাধীনতার পর শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতির নয়। জনগণ আর ফাঁকা বুলি নয়, বাস্তব পরিবর্তন চায়। আমরা বিশ্বাস করি, কল্যাণমুখী উন্নয়ন ও ইনসাফভিত্তিক সমাজ গড়াই হবে প্রকৃত পরিবর্তন।”

তিনি আরও বলেন, “আমি যদি নির্বাচিত হই, নারায়ণগঞ্জ-৪ আসনের বেহাল অবস্থা বদলে একটি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে সর্বোচ্চ চেষ্টা করব।”

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়