২৭ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:২৯, ২৬ আগস্ট ২০২৫

রূপগঞ্জে ৪ শতাধিক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জে ৪ শতাধিক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৪ শতাধিক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা ও আধুরিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে সংযোগ দেওয়া বিভিন্ন পাইপ জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান।

এসময় হাছিবুর রহমান জানান, এই এলাকায় স্থানীয়রা তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবৈধ সংযোগ দিচ্ছিল, যার ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছিল। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়