২৫ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৪৬, ২৪ আগস্ট ২০২৫

ফতুল্লায় গার্মেন্টস শ্রমিকের আত্মহত্যা

ফতুল্লায় গার্মেন্টস শ্রমিকের আত্মহত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. আনোয়ার হোসেন (২৫) নামের এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছেন। রবিবার (২৪ আগস্ট) সকালে ফতুল্লার মাসদাইর পাকারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন শেরপুর জেলার সদর থানার মো. মেহের আলীর ছেলে। তিনি স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন এবং পরিবারের সঙ্গে একই বাসায় বসবাস করতেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে আনোয়ার ঘুম থেকে না উঠলে তার ভাই রাসেল ডাকতে যান। কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে জানালা দিয়ে উঁকি মেরে দেখা যায়, আনোয়ার ঘরের চালের অ্যাঙ্গেলে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়