০৮ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৫, ৮ জুলাই ২০২৫

আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৭ জুলাই) গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা মধ্যপাড়া ও মানিকপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৈতনকান্দা মধ্যপাড়ার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে মো. আরিফ (৪০)-এর বাড়িতে রাত আনুমানিক ২টার দিকে ১০-১২ জনের একটি মুখোশধারী ডাকাতদল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকা, বিকাশে থাকা ৫০ হাজার টাকা, একটি রেডমি স্মার্টফোন ও একটি বাটন মোবাইলসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অপরদিকে, একই রাতে মানিকপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মনির হোসেন (৪০)-এর বাড়িতে ঢুকে ডাকাতরা নগদ ৫ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

সর্বশেষ

জনপ্রিয়