জুন মাসে বন্দরে ৪৬ মামলা, আলোচিত জোড়া হত্যাসহ গ্রেপ্তার ৮৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গত জুন মাসে আলোচিত জোড়া হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ৪৬টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে রয়েছে মাদক, হত্যা, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন, বিশেষ ক্ষমতা আইন, সড়ক দুর্ঘটনাসহ নানা অপরাধ সংশ্লিষ্ট মামলা।
থানা সূত্রে জানা গেছে, ১২টি মাদক মামলায় ৩৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২৩০ পিস ইয়াবা, ৯৭০ গ্রাম গাঁজা এবং ১০ গ্রাম হেরোইন।
এছাড়া গত এক মাসে ৪টি হত্যা মামলা, একটি ডাকাতি, একটি নারী ও শিশু নির্যাতন মামলা, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং সড়ক দুর্ঘটনায় ২টি মামলাসহ অন্যান্য ২০টি মামলা রুজু হয়।
ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের ধরতে থানা পুলিশের নিয়মিত অভিযানে সাজাপ্রাপ্ত ১ জনসহ জিআর মামলায় ২৬ জন এবং সিআর মামলায় ২৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, “গত জুন মাসে বন্দর থানায় মোট ৪৬টি মামলা হয়েছে। এর মধ্যে আলোচিত জোড়া হত্যা মামলার উভয় পক্ষের বেশিরভাগ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা বন্দর উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে নিরলসভাবে কাজ করছি। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”