০৫ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৮, ৪ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাইয়ে সভা 

সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাইয়ে সভা 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী বাছাই উপলক্ষে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহম্মাদ মুন্সী এবং সঞ্চালনা করেন সমন্বয়কারী মুহা. ইয়াসিন প্রধান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সাকী।

বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি হাজী মুহা. আমান উল্লাহ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাও. আব্দুর রশিদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহা. যুবায়ের হোসেন।

আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সভাপতি হাজী নুরুল আমিন খান, দ্বীনি সংগঠন সোনারগাঁ থানার সদর মাও. জসিম উদ্দিন, যুব আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার মুহা. মনির হোসেন, জাতীয় ওলামা আইম্মা পরিষদ সোনারগাঁ থানার সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল আল হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সভাপতি মুহা. খলিলুর রহমান।

সর্বশেষ

জনপ্রিয়