রূপগঞ্জে এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার মানোন্নয়নে সভা

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবতে অবস্থিত এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতির উন্নয়নে ত্রৈমাসিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মতিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, পরিচালনা কমিটির সদস্য আব্দুল গণি, ফারুক হোসেন, শরিফ মোল্লা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাওলানা ফজলুল হক।
এ সময় এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও ইক্বরা কিন্ডার গার্টেনের দেড় শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। সভায় সদ্য বিদায়ী শিক্ষক আব্দুল আজিজকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
বক্তারা বলেন, সামনে বার্ষিক পরীক্ষা ও এসএসসি পরীক্ষা রয়েছে। এই সময়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী করতে শিক্ষকদের প্রস্তুতি নিয়ে পাঠদানে মনোনিবেশ করতে হবে। বক্তারা দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের আদলে এ প্রতিষ্ঠানকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, এখানে বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার ওপরও গুরুত্বারোপ করা হয়।