০৬ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:২১, ৫ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে নগরীর বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণেই এসে শেষ হয়।

রথযাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে এবং দেওভোগ আখড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রী হংসকৃষ্ণ দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শ্রীকৃষ্ণকান্ত দাস। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্রী মহারাজ পোদ্দার (কানাই), নির্বাহী সভাপতি রতন চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ কেশব দাস।

শোভাযাত্রায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে নারী, পুরুষ ও শিশু ভক্তরা অংশ নেন। ঢাক-ঢোল বাজিয়ে এবং পশুপাখির মুখোশ পড়ে শোভাযাত্রায় আনন্দ-উল্লাসে মেতে ওঠেন ভক্তরা। রথ থেকে আম, জাম, কাঁঠাল, লটকন, লিচুসহ নানা প্রকার ফল ভক্তদের মাঝে বিতরণ করা হয়।

হিন্দু শাস্ত্রমতে, রথের দড়ি টানলে বা স্পর্শ করলেও পূণ্য লাভ হয়। রথযাত্রা তিথিকে যেকোনো শুভ কাজ শুরুর জন্য শুভ তিথি হিসেবে গণ্য করা হয়।

এ বছর রথযাত্রা শুরু হয়েছিল আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে, গত ২৭ জুন। আজ ৫ জুলাই ছিল রথের ফিরতি যাত্রা—উল্টো রথ। রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ

জনপ্রিয়