সিরাজুল মামুনের জন্য খেলাফত মজলিসের নির্বাচনী কর্মসূচি গ্রহণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনের অবস্থানকে শক্তিশালী করতে নানা সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করেছে দলটির সদর থানা শাখা।
শনিবার (৫ জুলাই) নারায়ণগঞ্জ মহানগর কার্যালয়ে খেলাফত মজলিস সদর থানার মাসিক নির্বাহী বৈঠকে এসব কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে তাৎপর্যপূর্ণ নানা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর সহ-সভাপতি ও সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম সিদ্দিকী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ।
সভায় আরও উপস্থিত ছিলেন সদর থানা সহ-সভাপতি আলমগীর হুসাইন, মুফতী কাউসার আহমদ কাসেমী, খন্দকার মুহাম্মাদ ইউনুস, সহ-সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সিকদার, হানিফ কবির বাবুল, ইসলামী যুব মজলিসের সদর থানা সভাপতি শামীম আহমদ প্রমুখ।