০৬ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৯, ৫ জুলাই ২০২৫

আড়াইহাজারে বাবাকে হাতুড়িপেটা করে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার

আড়াইহাজারে বাবাকে হাতুড়িপেটা করে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় পলাতক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার মো. ইয়াসিন (২২) আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত মাহবুব হকের মেজো ছেলে।

পুলিশ জানায়, গত ৪ জুলাই সকালে মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে টাকা দাবি করে ইয়াসিন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রাগান্বিত হয়ে ঘরে থাকা হাতুড়ি দিয়ে বাবার মাথায় আঘাত করে। গুরুতর আহত মাহবুব হককে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী ও ইয়াসিনের মা মোছা. রাশিদা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় ছেলে ইয়াসিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “গ্রেফতারকৃত ইয়াসিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।” 

সর্বশেষ

জনপ্রিয়