২৫ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫১, ২৪ মে ২০২৫

আড়াইহাজারে ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

আড়াইহাজারে ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও দেওয়ানপাড়া গ্রামে এক ইতালি প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ মে) মধ্যরাতে সংঘটিত এ ঘটনায় গৃহকর্তার স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।

বাড়ির মালিক ইতালি প্রবাসী মোশারফ মোল্লা জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে একদল ডাকাত সীমানা প্রাচীর টপকে দোতলা ভবনের কেচিগেটের তালা কেটে ও ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। পরে তার স্ত্রী রুমা বেগম ও মেয়ে ঋতু আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি চালায়।

তিনি জানান, ডাকাতরা ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা, প্রায় ১০-১৩ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেন, রাতে পুলিশের টহল না থাকায় ডাকাতরা সহজেই এ ঘটনা ঘটাতে পেরেছে। তারা দ্রুত ডাকাত চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
 

সর্বশেষ

জনপ্রিয়