১৬ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৬, ১৪ মে ২০২৫

আপডেট: ২০:৪৬, ১৪ মে ২০২৫

রূপগঞ্জে বায়ুদূষণকারী প্রতিষ্ঠানে ২ লাখ টাকা জরিমানা

রূপগঞ্জে বায়ুদূষণকারী প্রতিষ্ঠানে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৪ মে) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ১১(খ) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক রূপগঞ্জের পূর্বাচলের কাঞ্চন জিন্দাপার্ক এলাকার এস.আর.বি.জি কনস্ট্রাকশন থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়