১৬ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৬, ১৫ মে ২০২৫

সাংবাদিক জিসানের নিঃশর্ত মুক্তি চায় যুব ফেডারেশন

সাংবাদিক জিসানের নিঃশর্ত মুক্তি চায় যুব ফেডারেশন

সাংবাদিক ও শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জিসানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (১৫ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় ও সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, “জিসান একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ও শিক্ষার্থী। অথচ কিছু প্রভাবশালী মহল তার কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত।”

তারা আরও বলেন, “জিসানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে এমন নিপীড়নমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

বিবৃতিতে যুব ফেডারেশন সকল গণতান্ত্রিক ও মানবাধিকার সংগঠন এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের সবাইকে এ ঘটনার প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়