বজ্রাহত নয় ‘পানিতে ডুবে’ মারা গিয়েছে স্কুলছাত্র নিরব: পুলিশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মো. নিরব নামে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্র পানিতে ডুবে মারা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
নিহত নিরব উপজেলার কাজীপাড়া গ্রামের আফজাল মিয়ার ছেলে অষ্টম শ্রেণির ছাত্র। সে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
যদিও বজ্রপাতে নিরবের মৃত্যু হয়েছে বলে স্থানীয়ভাবে প্রচার হয়। পরে পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর করলে জানা যায়, সে পানিতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন।
নিহতের পরিবারের সদস্যদের বরাতে ওসি তরিকুল বলেন, “ওই ছেলের মৃগী রোগ ছিল। সে পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়ে মারা গেছেন।”