১৬ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৩, ১৫ মে ২০২৫

সাংবাদিক জিসানের মুক্তির দাবি ছাত্র ফ্রন্টের

সাংবাদিক জিসানের মুক্তির দাবি ছাত্র ফ্রন্টের

প্রেস নারায়ণগঞ্জের সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (১৫ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিমা সরদার এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ১৩ মে গভীর রাতে পুলিশ নারায়ণগঞ্জে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের একজন যোদ্ধা ও শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জিসানকে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করে। ১৪ মে তার জামিন আবেদন নাকচ করেছে আদালত।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেফতারের বাধা ও পুলিশি হামলার অভিযোগে দায়ের করা মামলায় জিসানকে গ্রেফতার করা হয়েছে। অথচ এই ঘটনায় তার সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি প্রশাসন।

বিবৃতিতে আরও বলা হয়, “এভাবে একজন সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেফতার করে তার বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। অন্তবর্তীকালীন সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আগামী ৩১ মে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা। জিসান সেই পরীক্ষার একজন পরীক্ষার্থী। তার গ্রেফতারের মাধ্যমে শিক্ষাজীবনে যে ক্ষতি হবে, তার দায়ভার প্রশাসনকে নিতে হবে।”

বিবৃতিতে অবিলম্বে জান্নাতুল ফেরদৌস জিসানের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
 

সর্বশেষ

জনপ্রিয়