১১ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৬, ১০ নভেম্বর ২০২৪

‘পকেটমার’ বলে পুলিশকে গণপিটুনি

‘পকেটমার’ বলে পুলিশকে গণপিটুনি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘পকেটমার’ বলে এক পুলিশ কনস্টেবল ও তার বন্ধুকে মারধর করেছে স্থানীয় লোকজন ও ছাত্ররা।

রোববার (১০ নভেম্বর) বেলা এগারোটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

এই ঘটনায় আহতরা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল আবু নূর শফিউজ্জামান (৫৫) ও তার বন্ধু মো. রাজু (৪৫)।

ভুক্তভোগী শফিউজ্জামানা সাংবাদিকদের বলেন, তিনি সিদ্ধিরগঞ্জ এলাকায় এক বন্ধুর বাসায় এসেছিলেন। পরে ঢাকায় ফেরার উদ্দেশ্যে অপর বন্ধুর সাথে সানারপাড় বাসস্ট্যান্ডে এসে দাঁড়ান। এ সময় এক পকেটমার তার পকেট থেকে মোবাইলটি ছিনিয়ে নিলে তিনি ওই পকেটমারের হাত ধরে ফেলেন।

“আমি ধরে ফেলার পর ওই পকেটমার উল্টো আমাদের পকেটমার বলে চিৎকার করে লোকজন জড়ো করে ফেলে। কিছুক্ষণের মধ্যে উত্তেজিত জনতা ও কয়েকজন ছাত্র আমাদের মারধর শুরু করে। আমি নিজেকে পুলিশ কনস্টেবল বল পরিচয়পত্র দেখালেও তারা ‘ভুয়া পুলিশ’ বলে আমাদের মারতে থাকে।”

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্য ও তার বন্ধুকে হেফাজতে নেন। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানান স্থানীয়র।

সিদ্ধিরগঞ্জের ওসি আল মামুন বলেন, ‘এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। ওই পুলিশ সদস্য ছুটিতে ছিলেন এবং এক বন্ধুর বাসায় বেরাতে এসেছিলেন। বাসস্ট্যান্ডে এক পকেটমার তার মোবাইলটি ছিনতাই করলে তিনি তাকে ধরে ফেলেন। ওই পকেটমার কৌশলে চিৎকার করে লোকজন জড়ো করে এবং নিজে সেখান থেকে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ওই কনস্টেবল ও তার বন্ধুকে মারধর করে।”

“ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”, যোগ করেন ওসি।

সর্বশেষ

জনপ্রিয়