এমপি হই বা না হই, সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করব: গিয়াস উদ্দিন
জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “আমি এমপি হই বা না হই, সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করে যাব।”
শনিবার (৩১ জানুয়ারি) সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।
গিয়াসউদ্দিন বলেন, “সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ একই আসনের অন্তর্ভুক্ত। একটি এলাকায় উন্নয়ন হলেও অপর এলাকাকে অবহেলা করা যাবে না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সোনারগাঁয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে।”
তিনি আরও বলেন, “সুষ্ঠু রাজনীতির ধারা পরিবর্তন, ভালো ও সৎ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে সবাইকে সচেষ্ট হতে হবে। সেই বিবেচনায় আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন।”
শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মা-বাবারা যত কষ্টই করুন না কেন, সন্তানের লেখাপড়ার পেছনে শ্রম দেন। কারণ তারা বুঝে গেছেন, শিক্ষা ছাড়া আজ টিকে থাকা সম্ভব নয়। তাহলে প্রশ্ন হলো, শিক্ষিত তরুণরা কি অশিক্ষিত নেতৃত্বের অধীনে থাকবে? এতে কি তাদের সম্মান বাড়বে? অবশ্যই নয়।”
তিনি বলেন, “আমি চাই আপনাদের সন্তানদের মধ্যে একটি স্বপ্ন তৈরি হোক, পড়ালেখা করে দেশপ্রেম নিয়ে ভালো মানুষ হওয়ার। বাবা-মায়ের মুখ উজ্জ্বল করা, দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হবে তাদের লক্ষ্য।”
গিয়াসউদ্দিন আরও বলেন, “সমাজের মুরুব্বি ও ভালো মানুষদের সম্মান রক্ষায় আমি কাজ করব। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা থাকবে। একই সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হবে।”
অনুষ্ঠানে শহিদুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এবং নজরুল ইসলাম স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের সাবেক আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, সাদীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, আশরাফ প্রধান, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, কাজী মনির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া, দেওয়ান মজিবুর রহমান, মোহাম্মদ রফিক ও মোফাজ্জল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।





































