‘হাতপাখা ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতীক’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রতীক হাতাপাখা জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে সাধারণ ভোটাররা হাতাপাখার পক্ষে তাদের সমর্থন ও আশাবাদ ব্যক্ত করছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, “হাতাপাখা শুধু একটি প্রতীক নয়, এটি শোষণমুক্ত সমাজ এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতীক।”
তিনি আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুঃশাসনের অবসান ঘটিয়ে ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়াই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য।
শনিবার (৩১ জানুয়ারি) বন্দর উপজেলার ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন মুফতি মাসুম বিল্লাহ। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ নগর শাখার সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শামসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, “অনেকে ইনসাফভিত্তিক রাষ্ট্রের কথা বলেন, কিন্তু সেই ইনসাফ কিসের ভিত্তিতে হবে- তা স্পষ্ট করেন না। আমরা স্পষ্ট করে বলতে চাই, ইনসাফ হবে ইসলামী শরিয়াহর ভিত্তিতে। ইসলামী শরিয়াহ কোনো চাপিয়ে দেওয়া আইন নয়; বরং এটি মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।”





































