৩১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৪৩, ৩১ জানুয়ারি ২০২৬

নির্বাচনে কোনো ঝগড়া-ফ্যাসাদ-যুদ্ধ চাই না: শাহ আলম

নির্বাচনে কোনো ঝগড়া-ফ্যাসাদ-যুদ্ধ চাই না: শাহ আলম

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহ আলম বলেছেন, “আমরা চাই একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন। গত ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি। এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং ভোটে যে ফলাফল আসবে সেটিই মেনে নেওয়া হবে। আমরা কোনো ঝগড়া-ফ্যাসাদ কিংবা যুদ্ধ চাই না।”

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ফতুল্লা ও কুতুবপুর ইউনিয়নের একাংশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শাহ আলম বলেন, “প্রশাসন আমাদের বলেছে তাদের ওপর আস্থা রাখতে। তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা করছে। আমাদের একটু ধৈর্য ধরতে বলা হয়েছে এবং সব সমস্যার সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল। আমি বিশ্বাস করি, তারা একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে।”

নির্বাচনী পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণ জোয়ারের মতো হরিণ মার্কার পক্ষে নেমে এসেছে। মানুষ চায় একজন ক্লিন ইমেজের ও ভালো মানুষকে নির্বাচিত করতে। জনগণ এখন আর হুমকি-ধামকিকে তোয়াক্কা করে না। আমি আশাবাদী, ইনশাআল্লাহ।”

এ সময় তিনি নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও রাস্তা-ঘাট উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন।

সর্বশেষ

জনপ্রিয়