অবৈধ সংযোগ বন্ধ ও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে স্মারকলিপি
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসন ও অবৈধ সংযোগ বন্ধের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিএম) মো. মনজুর আজিজ মোহনের কাছে এ স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা।
স্মারকলিপিতে নিতাইপুর, মাহমুদপুর উত্তরপাড়া, দক্ষিণ কান্দাপাড়া পাকার মাথা, মিজমিজি মাদ্রাসা এলাকার বাসিন্দারা জানান, তিন বছর ধরে এলাকাজুড়ে চরম গ্যাস সংকট বিরাজ করছে। গ্যাসের অভাবে ঘরোয়া রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম পুরোপুরি ব্যাহত হচ্ছে। বিশেষ করে নারীরা এবং কোমলমতি শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।
ভুক্তভোগী এনায়েততুল্লাহ বলেন, “আমরা কয়েক বছর ধরে নিয়মিত বিল দিচ্ছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। বহুবার অভিযোগ করেও প্রতিকার পাইনি। আশা করছি এবার সমস্যা সমাধান হবে।”
এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, “এলাকাবাসী টানা তিন বছর ধরে বিল পরিশোধ করেও গ্যাস পাচ্ছে না। জনগণের ন্যায্য দাবি নিয়ে আমরা এখানে এসেছি। গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তা অবৈধ সংযোগে জড়িত- এ কথা এলাকাবাসীর অভিযোগে বারবার উঠে আসে।”
তিনি আরও বলেন, “জনগণকে জিম্মি করে অবৈধ সংযোগের মাধ্যমে যারা অর্থ আদায় করে তারা দেশকে পিছিয়ে দিচ্ছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে- ইউনিয়ন পরিষদ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত।”
স্মারকলিপি গ্রহণ শেষে উপমহাব্যবস্থাপক মো. মনজুর আজিজ মোহন বলেন, “আমরা সমস্যাটি দেখছি। চাহিদা বেশি থাকায় অনেক এলাকায় গ্যাসস্বল্পতা দেখা দেয়। তবে দ্রুত সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। আর যদি প্রমাণ পাওয়া যায় যে আমাদের কোন কর্মকর্তা অবৈধ সংযোগে জড়িত, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইন, সমাজসেবক মাহাবুব আলম, শিক্ষাবিদ মো. জাহিদুল ইসলাম, জামায়াত নেতা জসিম, ফরহাদসহ স্থানীয় ভুক্তভোগীরা।





































