ফতুল্লায় শোভন গার্মেন্টসের ডাইং সেকশনে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় অবস্থিত শোভন গার্মেন্টসের ডাইং সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।
খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পনেরো মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এ ঘটনায় কেউ হতাহতও হননি।





































