ফতুল্লায় জলাবদ্ধতা দূরীকরণে খাল পরিদর্শন করলেন রিয়াদ চৌধুরী

নারায়ণগঞ্জের ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে লালপুর, পৌষাপুকুর পাড় ও ইসদাইর রেললাইন বটতলাস্থ খাল এলাকা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
রোববার সকাল ১১টার দিকে তিনি স্থানীয় খালটির বিভিন্ন উৎসমুখ ও পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়া স্থানগুলো ঘুরে দেখেন।
স্থানীয়রা জানান, রেললাইন সংলগ্ন খালে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলার কারণে খাল ভরাট হয়ে গেছে। খালের প্রস্থও অনেকটা সরু হয়ে যাওয়ায় পানি নির্দিষ্ট স্তরে নামতে পারছে না। এতে পানি বিপরীত দিকে জমে গিয়ে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
পরিদর্শনকালে স্থানীয় সাধারণ মানুষ নানা অভিযোগ তুলে ধরেন। তারা জানান, সামান্য বৃষ্টিতেই পানি জমে ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়।
অভিযোগ শোনার পর রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো। পাশাপাশি নিজ উদ্যোগে একটি অতিরিক্ত পানির পাম্প স্থাপন ও খালের গভীরতা বৃদ্ধির কাজ করবো।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, লালপুর-পৌষাপুকুর পাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা, সাধারণ সম্পাদক আব্দুল বারী, আজাদ হোসেন মোল্লা, আল আমিন বাগ পঞ্চায়েত কমিটির সভাপতি জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী।