ফতুল্লায় পাঁচ তলার ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে সালেহা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে ফতুল্লার শাসনগাঁ এলাকায় শহিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্যমতে, সালেহা আক্তারের স্বামী আল আমিন গার্মেন্টসে কাজ করেন। তারা শহিদ মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার সময় সালেহা ছাদে অবস্থান করছিলেন। হঠাৎ করে তিনি নিচে পড়ে যান।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সালেহাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।