বন্দরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাজেরা বেগম (৪৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ফুলহর মাজার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তার বসতঘর থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মো. এনামুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার।
ধৃত হাজেরা বেগম ওই এলাকার মৃত সোনা মিয়ার মেয়ে ও রমু মিয়ার স্ত্রী। তার বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, হাজেরা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিল।





































