বন্দরে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বন্দরে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজাসহ কুমিল্লার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় অবৈধ মাদক পরিবহনের অপরাধে পিকআপ গাড়িটি জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কোম্পানীগঞ্জ বিল্লাবাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে পিকআপ চালক মেহেদী হাসান (২৪) এবং একই এলাকার কাইয়ুম মিয়ার ছেলে ফারুক (৩০)।
এ ঘটনায় র্যাব-১১-এর ডিএডি/জেসিও নায়েব সুবেদার গিয়াস উদ্দিন সিকদার বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারদের মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উক্ত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বন্দর থানার মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী ঢাকা মেট্রো-ন ২১-৭৭৬৯ নম্বরের নীল রঙের একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, বন্দরসহ দেশের বিভিন্ন জেলায় গাঁজা সরবরাহ ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।





































