৩১ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩১, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে সিপিবির শোক

খালেদা জিয়ার মৃত্যুতে সিপিবির শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবার, স্বজন, অনুসারী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক এম এ শাহীন এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে দেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়