বন্দরে ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমানকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১৪(৮)২৪নং মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বন্দর থানার মদনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার বাদল মোল্লার ছেলে।
মামলার তথ্যসূত্রে জানা গেছে, বন্দর থানার শাহীমসজিদ এলাকার ইসলামী আন্দোলনের সমর্থক জাহিদ আল-আমিন প্রকাশ বুলবুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত ছাত্রদের খাবার সরবরাহ করতেন। এ ঘটনাকে কেন্দ্র করে ২০২৪ সালের ২২ জুলাই রাত সাড়ে ১২টায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন শাহীমসজিদ এলাকার একটি অটোরিকশা গ্যারেজে সন্ত্রাসী হামলা চালায়।
হামলায় ২৩টি অটোরিকশা, চার্জার এবং একটি টেলিভিশন লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় জড়িত থাকার অভিযোগে মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।





































