২৬ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১০, ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:১২, ২৫ নভেম্বর ২০২৫

বন্দরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ নভেম্বর) বন্দর থানায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইজনের নামে মামলা দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত শনিবার (২২ নভেম্বর) রাত দেড়টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের চৈরারবাড়ি এলাকায় আল আমিনের বসত ঘরে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

আসামিরা হলেন- বন্দর উপজেলার চৈরারবাড়ি এলাকার আবুল মিয়ার ছেলে বাস হেলপার রানা ও তার সহযোগী একই এলাকার আল আমিন।

মামলার তথ্য সূত্রে জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর) ভুক্তভোগী কিশোরী বাদীর খালার বাড়ি সোনারগাঁ থেকে মায়ের বাসা ঢাকা কেরানীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পরে ভুক্তভোগী মোগরাপাড়া থেকে বাসে উঠলে বাসের হেলপার রানার সাথে পরিচয় হয়।

একপর্যায়ে ভুক্তভোগী কেরানীগঞ্জের উদ্দেশ্যে গাড়ি পরিবর্তনে জন্য যাত্রাবাড়ি এলাকায় নামতে চাইলে ভুক্তভোগীকে বিবাদী রানা বাস থেকে নামতে বাধা দেয়। এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে রাত ১১টায় বন্দর থানার চৈরারবাড়ি এলাকায় দুই নম্বর বিবাদী আল আমিনের বসত বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে শুক্রবার দিবাগত রাত দেড়টায় রানা ভুক্তভোগী মেয়েকে কুপ্রস্তাব দেয়। ওই সময় কিশোরী কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের সময় আল আমিন বাসার দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দেয়।

মামলায় আরও উল্লেখ করা হয়, ধর্ষণের পরে অভিযুক্ত ও তার সহযোগী চলে গেলে ভুক্তভোগী কিশোরী পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেয়। এরপরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পরীক্ষার জন্য প্রেরণ করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে।

সর্বশেষ

জনপ্রিয়