২৫ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৪৭, ২৪ আগস্ট ২০২৫

বন্দরে ‘অপারেশন ডেবিল হান্ট’ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বন্দরে ‘অপারেশন ডেবিল হান্ট’ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ পরিচালিত ‘অপারেশন ডেবিল হান্ট’ অভিযানে মহানগর ছাত্রলীগ নেতা উজ্জলকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। উজ্জল বন্দর থানার ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার শরিফ মিয়ার ছেলে।

রোববার (২৪ আগস্ট) বিকেলে নবীগঞ্জ ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতকে সোমবার (২৫ আগস্ট) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৮(২)২৪নং মামলায় আদালতে প্রেরণ করা হবে।

মামলা ও বিভিন্ন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টায় বন্দর থানার একরামপুরস্থ কদম রসুল কলেজের সামনে উজ্জলসহ কয়েকজন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

বন্দর থানার ওসি লিয়াকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “উজ্জল বর্তমানে থানা হাজতে আটক রয়েছে। সোমবার দায়েরকৃত মামলায় তাকে আদালতে প্রেরণ করা হবে।”
 

সর্বশেষ

জনপ্রিয়