বায়ুদূষণের দায়ে বন্দরে বসুন্ধরাকে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বায়ুদূষণ রোধে অভিযান চালিয়ে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (১৯ মে) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহায়তা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা। প্রসিকিউশন প্রদান করেন সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।
পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮ ও ১১ বিধি লঙ্ঘনের অভিযোগে বন্দরের মদনগঞ্জ এলাকায় অবস্থিত বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডকে জরিমানা করা হয়েছে।
অভিযানকালে প্রতিষ্ঠানের বায়ুদূষণের মাত্রা নির্ধারিত সীমা অতিক্রম করায় এ জরিমানা আরোপ করা হয়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জে পরিবেশদূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।