২৯ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৪০, ২৯ জানুয়ারি ২০২৬

উন্নয়নের স্বার্থে হাতি মার্কায় ভোট চাইলেন মোহাম্মদ আলী

উন্নয়নের স্বার্থে হাতি মার্কায় ভোট চাইলেন মোহাম্মদ আলী

বাংলাদেশ রিপাবলিক পার্টির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলী বলেছেন, এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান ও আধুনিক জনপদ গড়ে তুলতে পরিবর্তন জরুরি। উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার স্বার্থে তিনি দল-মত নির্বিশেষে আসন্ন নির্বাচনে ‘হাতি’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ফতুল্লার ভূইঘর রূপায়ন এলাকায় স্থানীয় সাধারণ মানুষ ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি রূপায়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে মোহাম্মদ আলী বলেন, “ফতুল্লার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। জলাবদ্ধতা, যানজট ও মাদকের অভিশাপ থেকে এই জনপদকে মুক্ত করতে হলে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আমি নির্বাচিত হলে ফতুল্লাকে একটি বৈষম্যহীন ও উন্নত এলাকায় রূপান্তর করব।”

তিনি উন্নয়নের এই যাত্রায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ‘হাতি’ মার্কায় সমর্থন প্রত্যাশা করেন।

এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা মোহাম্মদ আলীর রাজনৈতিক দূরদর্শিতা ও এলাকার প্রতি তার অঙ্গীকারের প্রশংসা করেন।

তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা আমাদের জাতীয় সম্পদ। তাদের সম্মান রক্ষা এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমি ব্যক্তিগত লাভের জন্য নয়, এই জনপদের মানুষের সেবক হয়ে থাকতে চাই।”

পথসভা ও গণসংযোগকালে বাংলাদেশ রিপাবলিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়