এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলা: জামায়াতের নিন্দা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের ওপর ন্যাক্কারজনক হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কাশীপুর বাশমুলি এলাকায় আব্দুল্লাহ আল আমিনের ওপর এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নির্বাচনী পরিবেশ ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে দেওয়া এই বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আবদুল জব্বার এবং মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত নেতৃবৃন্দ বলেন, “আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, জুলাইয়ের পক্ষের শক্তির ওপর দীর্ঘদিন ধরেই পরিকল্পিতভাবে হামলা ও হত্যাচেষ্টার ঘটনা ঘটছে। এক্ষেত্রে বারবার প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার পরিচয় পাওয়া যাচ্ছে।”
তারা আরও বলেন, “এভাবে যদি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আদৌ সম্ভব হবে কিনা, তা নিয়ে আমরা গভীর আশঙ্কা প্রকাশ করছি। এই ধরনের সহিংসতা অব্যাহত থাকলে নির্বাচন পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, তা বলা কঠিন।”
বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, “আমরা শুধু আমাদের দল নয়, দেশের প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী ও আপামর জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোরালো আবেদন জানাচ্ছি।”
একই সঙ্গে নির্বাচনপূর্ব যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর ও দৃঢ় ভূমিকা প্রত্যাশা করেন তারা।





































