এনসিপি নেতা আল আমিনের ওপর হামলার ঘটনায় তনুর নিন্দা
নারায়ণগঞ্জে এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে এক বার্তায় তিনি এই ঘটনার প্রতিবাদ জানান। তনু নির্বাচনী পরিবেশ নিয়ে তার উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রার্থী ও সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।
তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান, দ্রুততম সময়ে হামলার আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এছাড়া, আগামী নির্বাচন সুষ্ঠ ও অবাধভাবে অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।





































