এনসিপির আল আমিনের ওপর হামলার চেষ্টা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
নারায়ণগঞ্জ–৪ আসনের এনসিপি মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মারুফ হাসান (২২), ফতুল্লার কাশিপুর ইউনিয়নের মৃত আইয়ুব আলীর ছেলে।
র্যাব সূত্র জানায়, ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জনসংযোগের উদ্দেশ্যে ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় যান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় অপরিচিত দুই যুবক তার সঙ্গে থাকা নেতাকর্মীদের সঙ্গে মিশে তাকে অনুসরণ করতে থাকে। বিষয়টি টের পেয়ে নেতাকর্মীরা তাদের একজনকে আটক করেন এবং তার কাছ থেকে একটি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করেন।
হামলার সময় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে থাকা দুইজন নেতাকর্মী আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি ও তার সহযোগীরা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে তারা চলে যাওয়ার পর হামলাকারীর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেয়। ঘটনার ভিডিও ও সংবাদ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের আভিযানিক দল ১৫ জানুয়ারি রাত ২টায় ফতুল্লা থানার চর কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।





































