ফটো সাংবাদিক তাপস সাহার বড় বোন জামাতার পরলোকগমন
দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহার বড় বোন জামাতা বাবু গৌরী শংকর সাহা (৮২) আর নেই। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (আইসিইউ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বাবু গৌরী শংকর সাহা বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। তিনি নারায়ণগঞ্জের নয়ামাটিতে অবস্থিত মেসার্স পদম হোসিয়ারী-এর স্বত্বাধিকারী হিসেবেও পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে বিদেহী আত্মার সদগতি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের শ্মশানে তার মরদেহ দাহ করা হয়।





































