বন্দর ১০০ ফিট রাস্তার বেহাল দশা, দুর্ভোগ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণে বন্দরের ২১নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহাসিক সোনাকান্দা কিল্লা মসজিদ সংলগ্ন ১০০ ফিট রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় বছর খানেক আগে রাস্তাটির ওপর থাকা ৫০নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি অপসারণ করা হলেও রাস্তাটির নির্মাণে কর্তৃপক্ষের উদাসীনতা চোখে পড়ে।
রাস্তার এই দারুণ ভগ্নদশা কলাগাছিয়া, নিশং, সুচিয়ারবন্দর, শুভকরদী, আলীসারদী, চুনাভূরা, ঘারমোড়া, আলীনগর, মাধবপাশা, কান্দিপাড়া, সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ, ইসলামপুর, ফরাজীকান্দা, মাহমুদনগর, বেপারীপাড়া, দড়িসোনাকান্দা, সোনাকান্দা ও এনায়েতনগরসহ বিভিন্ন এলাকার সাধারণ যানবাহন ও যাত্রীদের চলাচলে তীব্র সমস্যার সৃষ্টি করছে।
রাস্তার ভগ্নদশার কারণে প্রতিদিনই দুর্ঘটনা ও যানজটের পরিস্থিতি তৈরি হয়। রাস্তাটির ২০০ গজের মধ্যে রয়েছে বন্দর থানা পুলিশের কার্যালয়। সংকীর্ণ ও খারাপ রাস্তার কারণে পিকআপ ও প্রিজন ভ্যানের চলাচল কঠিন হয়ে পড়েছে। এছাড়া মদনগঞ্জ-টু-মদনপুর হাইওয়ে সড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় বড় বড় ট্রাক, কন্টেইনার ও কাভার্ড ভ্যানসহ শিল্প সংস্থার যানবাহনও এই ভাঙাচোরা রাস্তাটিই ব্যবহার করতে বাধ্য।
কলাগাছিয়া এলাকার ব্যবসায়ী শফিউদ্দিন মিয়া জানান, “আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে সিএনজি ও অন্যান্য হাল্কা যানবাহনে চলাচল করি। রাস্তাটি সম্পূর্ণ নির্মাণ না হওয়ায় চলাচল অনেক কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তা এভাবে ফেলে রাখা হয়েছে, যেন কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।”
আলীনগর এলাকার গার্মেন্টসকর্মী মামুন মিয়া বলেন, “প্রতিদিন সকালে কাজে যাওয়ার সময় রাস্তাটির অবস্থায় ভয় লাগে। বিশেষ করে রাতের অন্ধকারে গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাস্তা দ্রুত নির্মাণ করা উচিত।”
এই ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিইও’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।





































