কালামের পক্ষে তারেক রহমানের গণসংবর্ধনায় নেতাকর্মীরা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে অংশ নিয়েছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা যোগ দেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার নেতৃত্বে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক নাসির উল্লাহ টিপু, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম, ২৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ফিরুজ আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সোহেলসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং বিকেল পৌনে ৫টার দিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।





































