২৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৮, ২৩ ডিসেম্বর ২০২৫

বন্দরে নিহত শিশু আলিফার পরিবারের পাশে গণসংহতির তরিকুল

বন্দরে নিহত শিশু আলিফার পরিবারের পাশে গণসংহতির তরিকুল

নারায়ণগঞ্জের বন্দরের ২০নং ওয়ার্ড, দড়ি সোনাকান্দা এলাকায় নিহত ৫ম শ্রেণির শিক্ষার্থী আলিফা আক্তারের (১২) পরিবারের সঙ্গে দেখা করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন।

পরে তিনি বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফের সঙ্গে সাক্ষাৎ করে মামলার তদন্ত ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

সাক্ষাতের সময় তরিকুল সুজন বলেন, “আলিফাকে হারানোর ক্ষতি অপূরণীয়। তার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের জন্য প্রশাসনের সঙ্গে আমরা সবরকম সহযোগিতা করবো। বন্দরের আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।”

ওসি গোলাম মুক্তার আশরাফকে তরিকুল সুজন জানান, “শিশু আলিফার হত্যাকাণ্ডের দায় কেউ এড়িয়ে যেতে পারবে না। বন্দরের কিশোর গ্যাং ও মাদক ব্যবসার সঙ্গে যুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, নয়তো জনগণ প্রশাসনের ওপর আস্থা হারাবে।”

এসময় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী বিপ্লব খান, জেলার প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক জেলা সভাপতি ফারহানা মানিক মুনা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলিফা ২১ ডিসেম্বর দুপুরে বাসা থেকে বের হয় এবং ১৮ ঘণ্টা নিখোঁজ থাকার পর সোমবার ভোর ৬টায় পাশের বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়