প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলিবিদ্ধ করার ঘটনায় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর মিশনপাড়াস্থ বাংলাদেশ হোসিয়ারী সমিতির সামনে এই প্রতিবাদ সভা করে নেতা-কর্মীরা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, এই ওসমান হাদি একজন জুলাই যোদ্ধা আপনারা দেখেছেন গতকাল কিভাবে নির্মমভাবে তাকে গুলি করা হয় আমরা তীব্র নিন্দা জানাই। যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তারা মনে রাখবেন জাতীয়তাবাদী দল যতদিন এই দেশে আছেন ততদিন আপনাদের জায়গা নাই। আমরা সমস্ত দেশবাসীকে নিয়ে আমরা একটা সুষ্ঠ নির্বাচনের দিকে যাচ্ছি। আর সেই সময়ে আপনারা দেশী বিদেশী ষড়যন্ত্রকারীরা আপনারা যেই ঘটনা ঘটিয়েছেন এই সমস্ত ঘটনা করে আপনারা কোনভাবে পাড় পাবেন না।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড.জাকির হোসেন বলেন, আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। কোনো দুষ্কৃতিকারী ফ্যাসিস্টদের জায়গা হবে না। আমরা এই ঘটনার যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, নির্বাচনের মধ্য দিয়ে যখন আমাদের দেশী বিদেশী শত্রুরা দেখতে পাচ্ছে যে জিয়া পরিবার নেতৃত্ব দিবে। বাংলাদেশ আবারো সম্মান নিয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দেশে আসার জন্য ঘোষণা দিয়েছেন নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হয়েছে তখন ঘোলা পানিতে মাছ শিকার করার জন্যই তাকে গুলি করা হয়েছে। বিপ্লবী নেতা ওসমান হাদী ও এরশাদ উল্লাহ তারা দুজনে এখন সংকটপন্ন অবস্থায় আছেন। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থ করে আবারো আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসুক।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, হাদীকে হত্যার জন্য যে ন্যাক্কারজনক হামলা হয়েছে এই ঘটনায় তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। বাংলাদেশের মাটিতে এধরনের অপকর্ম না করতে পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। অবিলম্বে হাদীর উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক হোসেন সরদার, মহানগর বিএনপির সদস্য মোনোয়ার হোসেন শোখন মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ,মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।





































