আড়াইহাজারে চলছে ‘তালা মারা গোষ্ঠীর’ জুলুম: সুমন
‘আওয়ামী লীগের দালালরা আড়াইহাজারকে অশান্ত করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-অর্থ সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী মাহমুদুর রহমান সুমন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় আড়াইহাজার সদরে তার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সুমন বলেন, “আমরা স্বাধীনতা যুদ্ধের বিজয় উদযাপন করেছি, জুলাই-আগস্টের বিপ্লবী সংগ্রামের বিজয় উদযাপন করেছি। কিন্তু যারা আজ আড়াইহাজারকে অশান্ত করছে, তারা এই সংগ্রামের অংশ ছিল না।”
“আমার বিরুদ্ধে একাধিক সন্ত্রাস ও নাশকতার মামলা দেওয়া হয়েছে, আমাদের অনেকের বিরুদ্ধেই এ ধরনের মামলা হয়েছে। কিন্তু আজ দেখা যাচ্ছে একটি গোষ্ঠী আমাদের অর্জনকে কলুষিত করছে। তারা নানকের (আওয়ামী লীগ নেতা) দল, তারা আওয়ামী লীগের দালাল, যারা আড়াইহাজারকে অশান্ত করার চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন ঘোষণার মাধ্যমেই প্রকৃত বিজয়ের উদযাপন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আড়াইহাজারের মানুষ তা করতে পারেনি। আড়াইহাজারের প্রত্যেকটি মানুষের উপরে জুলুম করা হয়েছে, ব্যবসা-বাণিজ্যে হামলা করা হয়েছে। চারশ থেকে ছয়শ মিল-কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে। আড়াইহাজারে তারা এখন ‘তালা মারার গোষ্ঠী’ নামে পরিচিত।”
রাজনীতিতে নৈতিকতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা সব সময় বলেছি, রাজনীতি করতে হলে আগে ভালো মানুষ হতে হবে। আমাদের পার্টি অফিসে এসে শিখতে হবে কীভাবে জনগণের ভালোবাসা অর্জন করা যায়। কিন্তু তারা চাঁদাবাজি ও সন্ত্রাসের পথ বেছে নিয়ে আজ মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। হুমকি দিয়ে কখনো মানুষের ভালোবাসা পাওয়া যায় না।”
তিনি বলেন, রাজনীতিতে খারাপ মানুষও লাগে, এই কথার সঙ্গে একমত নই।
সুমন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিতে ভালো মানুষের রাজনীতির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘রাজনীতিতে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ যেমন আছে, তেমনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষটাও আছে। আমি রাজনীতিকে সেই খারাপ মানুষের জন্য কঠিন করে দিয়ে যাবো। কিন্তু দুঃখজনকভাবে স্বৈরাশাসনের কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, কিন্তু তাকেও হত্যাচেষ্টার মুখে পড়তে হয়েছে। আজ সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”
তারেক রহমান প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, “তারেক রহমান ভালো মানুষ বলেই মানুষের হৃদয় জয় করেছেন। তিনি শুধু ভালো কথা বলেন না, তিনি সংগ্রাম করেছেন দেশের মানুষের মুক্তির জন্য। তাই আজ তিনি এদেশের মানুষের সংগ্রামের প্রতীক।”
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মিরাজুল ইসলাম নয়ন মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, সরকারি কলেজের সাবেক ভিপি মঞ্জুর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শব্দর আলী প্রমুখ।





































