১৪ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৮, ১৩ ডিসেম্বর ২০২৫

স্বৈরাচার ও তাদের দোসররা এখনো সক্রিয়: মাসুম বিল্লাহ

স্বৈরাচার ও তাদের দোসররা এখনো সক্রিয়: মাসুম বিল্লাহ

জুলাই যোদ্ধাদের ওপর ধারাবাহিক হামলা স্বৈরাচারের পুনরুত্থানের আশঙ্কা তৈরি করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।

তিনি বলেন, “ফ্যাসিস্টদের দোসরদের এখনই দমন করা না গেলে এর পরিণতি ভয়াবহ হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হত্যার উদ্দেশ্যে চালানো হামলার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জের ডিআইটি চত্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের ওপর একের পর এক হামলা প্রমাণ করে, পরাজিত স্বৈরাচার ও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। পরিকল্পিতভাবে ভয় সৃষ্টি করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “হাদির স্ত্রী যখন স্বামীকে দেখতে ঢাকায় যান, ঠিক সেই সময় তার গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। একই সময়ে একাধিক সন্দেহজনক ঘটনা স্পষ্টভাবে একটি সংঘবদ্ধ চক্রের ইঙ্গিত দেয়। এসব ঘটনায় প্রশাসনের দুর্বলতা দৃশ্যমান হচ্ছে।”

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি, অতি দ্রুত এসব ঘটনার কার্যকর তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।”

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদ, নগর ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম শাহিন আদনান, শ্রমিক নেতা ফারুক হোসেন হাওলাদার, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ সোহেল প্রধান, সেক্রেটারি আব্দুল মজিদসহ মহানগর ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়