০৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৩, ৮ ডিসেম্বর ২০২৫

জালাল হাজী ও জুলাই শহীদ স্বজনের কবর জিয়ারতে মাসুদুজ্জামান

জালাল হাজী ও জুলাই শহীদ স্বজনের কবর জিয়ারতে মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সংসদ সদস্য হাজী জালালউদ্দিন আহমেদ এবং জুলাই গণঅভ্যুত্থান ২৪-এর শহীদ ও যুবদল নেতা আবুল হাসান স্বজনের কবর জিয়ারত করলেন নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে নবীগঞ্জ কবরস্থানে তাদের কবর জিয়ারত করেন মাসুদুজ্জামান। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

জিয়ারত শেষে বক্তব্যে মাসুদুজ্জামান বলেন,আবুল হাসান স্বজন ছিলেন সত্যিকার অর্থে জনগণের রাজনীতির অগ্রসেনানী। তিনি শুধু যুবদলের নয়, গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল প্রতীক ছিলেন। স্বজনের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। 

এ সময় তিনি হাজী জালাল উদ্দিন আহাম্মেদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। নারায়ণগঞ্জের রাজনৈতিক ইতিহাসে এই নেতার অবদান এবং অগ্রণী ভূমিকাও স্মরণ করেন তিনি।

কবর জিয়ারত শেষে নবীগঞ্জ ও আশপাশের এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন মাসুদুজ্জামান। স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে মতামত শোনেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন, হাজী ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহসহ ওয়ার্ড বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ

জনপ্রিয়