ছাত্র ফেডারেশনের সাপ্তাহিক পাঠচক্র ‘পাঠাড্ডা’ অনুষ্ঠিত
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাপ্তাহিক পাঠচক্র বা ‘পাঠাড্ডা’। রবিবার (২ নভেম্বর) বেলা ১২টায় এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।
এই সপ্তাহের পাঠচক্রের আলোচ্য বিষয় ছিল প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর লেখা ভ্রমণগল্প ‘প্রবাস বন্ধু’। অংশগ্রহণকারীরা গল্পটির বিভিন্ন দিক নিয়ে পাঠ ও আলোচনা করেন।
বক্তারা বলেন, নিয়মিত পাঠচক্রের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্য, ইতিহাস ও সমাজচিন্তার চর্চা আরও বিস্তৃত হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ইউশা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, দপ্তর সম্পাদক শেখ সাদীসহ সংগঠনের জেলা কমিটির অন্য সদস্যরা।





































