০৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৭, ২ নভেম্বর ২০২৫

ছাত্র ফেডারেশনের সাপ্তাহিক পাঠচক্র ‘পাঠাড্ডা’ অনুষ্ঠিত

ছাত্র ফেডারেশনের সাপ্তাহিক পাঠচক্র ‘পাঠাড্ডা’ অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাপ্তাহিক পাঠচক্র বা ‘পাঠাড্ডা’। রবিবার (২ নভেম্বর) বেলা ১২টায় এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।

এই সপ্তাহের পাঠচক্রের আলোচ্য বিষয় ছিল প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর লেখা ভ্রমণগল্প ‘প্রবাস বন্ধু’। অংশগ্রহণকারীরা গল্পটির বিভিন্ন দিক নিয়ে পাঠ ও আলোচনা করেন।

বক্তারা বলেন, নিয়মিত পাঠচক্রের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্য, ইতিহাস ও সমাজচিন্তার চর্চা আরও বিস্তৃত হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ইউশা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, দপ্তর সম্পাদক শেখ সাদীসহ সংগঠনের জেলা কমিটির অন্য সদস্যরা।

সর্বশেষ

জনপ্রিয়