মেয়েকে টিকা দিয়ে খোরশেদ বললেন, ‘টাইফয়েডের টিকা শতভাগ নিরাপদ’
নারায়ণগঞ্জে স্কুলের বাইরে থাকা বা বিদ্যালয় থেকে বাদ পড়া শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদ্য সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। প্রথমেই তিনি নিজের নবম শ্রেণিতে পড়ুয়া কন্যা নুসাইবাকে টিকা দিয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় খোরশেদ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গোষ্ঠী টাইফয়েডের টিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অথচ এই টিকা শতভাগ নিরাপদ। আমি আমার সন্তানকে টিকা দিয়েছি—আপনিও আপনার সন্তানকে টিকা দিন।”
টিকাদান কার্যক্রম আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) পর্যন্ত চলবে (শুক্র ও শনিবার ব্যতীত)। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে।
১৩নং ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রে নির্ধারিত তারিখে টিকা দেওয়া হবে— চাষাড়া সমবায় মার্কেটের দক্ষিণ দিকের ভবনের দোতলায় সূর্যমুখী মহিলা সমিতি: ২, ৫ ও ১২ নভেম্বর। বিডাব্লিওএইচসি এনজিও, জামতলা: ৩, ৪, ৬ ও ৯ নভেম্বর। মাসদাইর মুসলিম একাডেমি: শুধুমাত্র ৯ নভেম্বর।
খোরশেদ জানান, “যারা রেজিস্ট্রেশন করেছেন তারা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবেন। আর যারা করেননি, তারাও সরাসরি এসে টিকা নিতে পারবেন, আমরা এখানেই রেজিস্ট্রেশন করে দেব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “যারা স্কুল বা মাদ্রাসায় রেজিস্ট্রেশন করেও টিকা নিতে পারেননি, তারা এসব কেন্দ্রে এসে টিকা নিন। কেউ মিস করবেন না—শিশুর জীবন ঝুঁকিতে ফেলবেন না।”





































