২২ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫০, ২১ অক্টোবর ২০২৫

বক্তাবলীতে জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বক্তাবলীতে জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা মো. রাসেলের উপর সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চিহ্নিত ছিনতাইকারীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা।

এই হামলার সর্বোচ্চ বিচারের দাবিতে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তাবলী এলাকার সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. রাসেলকে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চক্রের সদস্যরা অতর্কিতে হামলা চালিয়ে গুরুতর আহত করে। ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে রাসেলের এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে।

এই হামলার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিবাদে বক্তাবলী বাজারের ব্যবসায়ীদের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আসে। তারা বিক্ষোভ মিছিল বের করে এবং বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নুরুল হক বলেন, “আমাদের সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে সবাইকে সোচ্চার হতে হবে। সন্ত্রাসীরা যাতে ভয় পায়, সে রকম সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”

বিক্ষোভ মিছিল শেষে বক্তাবলী বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তাবলী ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বকর বলেন, “এলাকায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। একজন ব্যবসায়ী ও সমাজসেবকের উপর এমন ন্যক্কারজনক হামলা প্রমাণ করে যে, সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।”

তিনি আরও বলেন, “সমাজের সকলে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারলে সন্ত্রাসীরা পালিয়ে যাবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত তাদের গ্রেপ্তার করে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।”

বক্তারা আরও বলেন, জামায়াত নেতা মো. রাসেলের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। তারা প্রশাসনকে হুঁশিয়ার করে বলেন, যদি দোষীদের দ্রুত আইনের আওতায় আনা না হয়, তাহলে তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সমাবেশ থেকে বক্তারা এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সন্ত্রাসী, মাদকসেবী ও ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

বিক্ষোভ মিছিল রাজাপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে বক্তাবলী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার এলাকায় শেষ হয়।

বক্তাবলী ইউনিয়নের আমির মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা পশ্চিম থানা সেক্রেটারি মাওলানা আব্দুল করিম, আলীরটেক ইউনিয়নের সভাপতি মো. মুরাদ হোসেন, বক্তাবলী ইউনিয়ন সেক্রেটারি নাছির উদ্দিন, আবু সাইদ, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছিন, আনিছুর রহমান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়