২২ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২২, ২১ অক্টোবর ২০২৫

‘আমরা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি’

‘আমরা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি’

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নে ‘কুতুবপুর ইউনিয়ন নাসিক অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটি’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, আমাদের কুতুবপুর ইউনিয়ন পরিষদ জেলার অন্তর্গত ফতুল্লা থানার বহুল পরিচিত ও ঘণবসতিপূর্ণ একটি ইউনিয়ন। এখানে সকল পেশাজীবী মানুষ বসবাস করেন। ইউনিয়নবাসীর দৈনন্দিন কাজে পানি ব্যবহার ও ময়লা ফেলার মতো কোনো ব্যবস্থা না থাকায় মশার উপদ্রব ভয়াবহ অবস্থা ধারণ করেছে। অপরিকল্পিতভাবে রাস্তা ও বাড়ি তৈরির নকশা অনুমোদনে কর্তৃপক্ষ না থাকায় বিভিন্ন অট্টালিকা ৫ থেকে ১০ তলা ভবন নির্মাণ করা হয়েছে। উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়। যা আমরা মনে করি ইউনিয়ন পরিষদের সীমিত বাজেটে সমাধান সম্ভব না। 

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, বাংলাদেশের বহু পৌরসভা রয়েছে যেখানে ভোটার সংখ্যা ৩০ থেকে ৪০ হাজার। অথচ কুতুবপুর ইউনিয়নে প্রায় দুই লক্ষাধিক ভোটার রয়েছে। এখানে ওয়াসার পানির সরবরাহ করে, কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা নেই। পৌরসভার সমপরিমাণ জমির খাজনা দেই, কিন্তু সে হিসেবে আমরা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন নাসিক অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শহিদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক জামাদ্দার, সদস্য সচিব এস.এম কাদির।

সর্বশেষ

জনপ্রিয়