২১ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৫, ২০ অক্টোবর ২০২৫

‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পেশিশক্তি-কালো টাকার ছড়াছড়ি থাকবে না’

‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পেশিশক্তি-কালো টাকার ছড়াছড়ি থাকবে না’

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী (হাতপাখা) মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে পেশিশক্তি ও কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। কারণ এই ব্যবস্থায় জনগণ ব্যক্তিকে নয়, বরং দলীয় প্রতীকে ভোট প্রদান করবে। ফলে যোগ্য ও দক্ষ প্রার্থীরাই সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন।

সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় বন্দর থানা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সংখ্যালঘু সম্পাদক মাওলানা আবুল হাশেম, বন্দর থানা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা-কর্মী।

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে। আমরা সেই রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি।”

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা অনুযায়ী পেশিশক্তির প্রদর্শন, কালো টাকার ব্যবহার, কেন্দ্র দখল, ভোট কারচুপি ও অনিয়ম বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এসব অনিয়ম প্রতিরোধ এবং যোগ্য, দক্ষ ও নৈতিক সংসদ সদস্য নির্বাচিত করতে হলে পিআর পদ্ধতির নির্বাচনই এখন সময়ের দাবি।

সর্বশেষ

জনপ্রিয়