২১ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৩, ২১ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচি

সোনারগাঁয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা ছাত্রদলের নেতা নাহিম প্রধান জিতুর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনগণের মাঝে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।

লিফলেট বিতরণ করা হয় কাঁচপুর ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার মূল বক্তব্য ও লক্ষ্য তুলে ধরেন।

নেতৃবৃন্দ বলেন, এই রূপরেখা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করবে।

লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া ছাত্রদল নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের গণসংযোগ ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়