২২ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০২, ২১ অক্টোবর ২০২৫

বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ

বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

২৩ নং ওয়ার্ডের একরামপুর বাজার এলাকায় মঙ্গলবার (২১ অক্টোবর) এ কার্যক্রম পরিচালনা করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারণার অংশ হিসেবে এই লিফলেট বিতরণে নেতৃত্ব দেন ২৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আব্দুর রশিদ।

গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. হারুন, মো. সমির, মো. নাসির সরদার, মো. সোহান ভূঁইয়া, মো. রিপন, মো. বাবুল, মো. জাকির হোসেন, মো. শাহাবুদ্দিন এবং ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী সোহাগসহ প্রমুখ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়