কেমিক্যাল বিক্রেতাদের সতর্ক করলেন নাসিক সিইও

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন পদ্ম সিটি প্লাজা-১ এ অবস্থিত রং ও রাসায়নিক পদার্থ (কেমিক্যাল) বিক্রয়ের দোকানসমূহ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের ওই মার্কেটে সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় রাসায়নিক বিক্রেতাদের সতর্ক করে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
সিইও মোহাম্মদ জাকির হোসেন বিক্রেতাদের বলেন, দোকানে কোনো দাহ্য বা বিস্ফোরণযোগ্য পদার্থ মজুদ রাখা যাবে না। বিক্রিত সব পণ্যের তালিকা সংরক্ষণ করতে হবে এবং নিরাপত্তার যথাযথ ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি, সিটি কর্পোরেশন বরাবর অঙ্গীকারনামা জমা দেওয়ারও নির্দেশ দেন তিনি।
তিনি আরও জানান, বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশ অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো. নূর কুতুবুল আলম, নির্বাহী প্রকৌশলী এ এস এম মশিউর রহমান, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আবদুল্লাহ মোহাম্মদ হাশেম এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন।